কাল সকাল থেকে খাগড়াছড়ি ও গুইমারায় থাকছে না ১৪৪ ধারা

কাল সকাল থেকে খাগড়াছড়ি ও গুইমারায় থাকছে না ১৪৪ ধারা

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

অবশেষে খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলো জেলা প্রশাসন। আগামীকাল রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এই এলাকায় আর ১৪৪ ধারা জারি থাকবে না। প্রত্যাহার করা হয়েছে গুইমারা উপজেলায় জারিকৃত ১৪৪ ধারাও। ফলে সকাল ৬টিএ থেকে সেখানেও থাকছে না ১৪৪ ধারা।

শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টায় প্রকাশিত এক পরিপত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক এ আদেশ প্রত্যাহার করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা ও সদর উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গি নালায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র জনতার ডাকে জেলায় সকাল সন্ধ্যা অবরোধের চলাকালে পৌর এলাকা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির ঘটায় জানমালের ক্ষতি সাধনের আশঙ্কা থাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। একইসাথে গুইমারা  উপজেলায়ও ১৪৪ ধারা জারি করা হয়।

/এএস 

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin