কাল জানা যাবে হজের নিবন্ধনের সময় বাড়বে কিনা

কাল জানা যাবে হজের নিবন্ধনের সময় বাড়বে কিনা

ঢাকা: হজের নিবন্ধনের সময় বাড়বে কিনা মঙ্গলবার (১৪ অক্টোবর) জানা যাবে। এদিন সৌদি সরকারের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হজের নিবন্ধনের সময় বাড়বে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ছিল। এ সময় পর্যন্ত ৫৯ হাজার ৮৫৯ জন নিবন্ধিত হয়েছেন। এরপর নিবন্ধন বন্ধ রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) সৌদি সরকারের সঙ্গে আমাদের বৈঠক হবে। এ বৈঠকে হয়তো তারা আমাদের কাছে জানতে চাইবেন, কতজন নিবন্ধিত হয়েছেন কতজনের ভাউচার হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী, সময় একটু বাড়তে পারে উনারা যদি অ্যালাউ করেন। আমরা তাদের সময় বাড়ানোর জন্য অনুরোধ করব।

খালিদ হোসেন বলেন, সময় বাড়বে কিনা সেটি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে আমরা বুঝতে পারবো। আমরা হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে জানতে চেয়েছি, আজকে বিকেল ৫টার মধ্যে জানাতে হবে- অপেক্ষমান হজযাত্রী আর কতজন আছেন, যারা নিবন্ধনের জন্য সিস্টেমে ইনপুট দিতে পারেনি। এ তথ্য আমরা আজকে বিকেলের মধ্যে পেলে আগামীকালকের মিটিংয়ে বলবো যে এত জন হজযাত্রী নিবন্ধনের জন্য অপেক্ষায় রয়েছেন।

এবার হজে যেতে সরকারি ও বেসরকারি কোটা উন্মুক্ত রাখা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যতজন হবে তত জনই সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন। এটা নিবন্ধনের ওপর নির্ভর করবে।

প্রসঙ্গত, সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় রোববার (১২ অক্টোবর) শেষ হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে ৪৪ হাজারের মতো হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

জিসিজি/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

ইসলামের বিশ্বাস সহাবস্থানে Banglanews24 | ইসলাম

ইসলামের বিশ্বাস সহাবস্থানে

ইসলাম এমন এক জীবনবিধান যা সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। অন্য ধর্মাবলম্বীদের ভিন...

Sep 14, 2025

More from this User

View all posts by admin