আল্লাহ যাদের হেদায়েত বাড়িয়ে দেন

আল্লাহ যাদের হেদায়েত বাড়িয়ে দেন

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়াত দান করেন। ’ (সুরা মুদ্দসসির, আয়াত : ৩১)

এ আয়াতের মাধ্যমে বুঝানো হয়েছে, আল্লাহ তায়ালা চাইলে সবাইকে হেদায়াত করতে পারতেন, কিন্তু বাস্তবতা হলো, সেটা করলে পরীক্ষার কিছু রইলো না।

পবিত্র কোরআনে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘আর যারা আমার পথে জিহাদ করে তথা সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। ’ (সুরা আনকাবুত, আয়াত : ৬৯)

অর্থাৎ, যারা একনিষ্ঠ মনে আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে পথ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন। তারা তার সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারে তা তিনি পদে পদে তাদেরকে জানিয়ে দেন। এজন্য মানুষের চেষ্টা করতে হয়।

হেদায়েতের ওপর অবিচল ও সৎপথে চলতে চায়, তাদের হেদায়েত বৃদ্ধি করে দেন আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—

আর যারা সৎপথে চলে আল্লাহ তাদের হেদায়াত বৃদ্ধি করে দেন; এবং স্থায়ী সৎকাজসমূহ আপনার রব-এর পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং পরিণতির দিক দিয়েও অতি উত্তম। (সুরা মারইয়াম, আয়াত : ৭৬)

Comments

0 total

Be the first to comment.

ইসলামের বিশ্বাস সহাবস্থানে Banglanews24 | ইসলাম

ইসলামের বিশ্বাস সহাবস্থানে

ইসলাম এমন এক জীবনবিধান যা সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। অন্য ধর্মাবলম্বীদের ভিন...

Sep 14, 2025

More from this User

View all posts by admin