মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছিল রিয়াল মাদ্রিদের। তবে এখন খেই হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সবশেষ তিন ম্যাচেই জয়হীন এমবাপ্পেরা। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে হারের পর এবার লা লিগায় টানা দুই ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছে।
এলচের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। জাবি আলোনসোর দলের হয়ে গোল করেছেন ডিন হুইসেন ও জুড বেলিংহ্যাম।
লিগে টানা দুই ম্যাচে হোঁচট খেয়ে রিয়াল মাদ্রিদ ১৩ ম্যাচে ১০ জয়, দুই ড্র ও এক হারে ৩২ পয়েন্ট সংগ্রহ। ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। আর ১৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এলচে।
ম্যাচের ৫৩ মিনিটে এগিয়ে যায় এলচে। সতীর্থের ব্যাকহিল থেকে কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান আলেশ ফেবাস।
৭৮ মিনিটে সমতায় ফিরে রিয়াল। কর্নার থেকে উড়ে আসা বলে ডান পায়ের শটে হুইসেন ব্যবধান ১-১ করেন।
৮৪ মিনিটে প্রতি-আক্রমণে থেকে দলকে এগিয়ে নেন আলভারো রদ্রিগেস। তিন মিনিট পর আবার সমতা টানে রিয়াল। দ্বিতীয় প্রচেষ্টায় জাল কাঁপান বেলিংহাম।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এমবাপেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এলচের ডিফেন্ডার ভিক্তর। তবে ম্যাচের ফলে কোনও পরিবর্তন হয়নি।