হবিগঞ্জে কৃষক হত্যা: পালানোর সময় প্রধান অভিযুক্ত গ্রেফতার

হবিগঞ্জে কৃষক হত্যা: পালানোর সময় প্রধান অভিযুক্ত গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পালিয়ে যাওয়ার পথে চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মারুফ তালুকদার (৩০) পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি হাওরের জমিতে বাঁধ দেওয়া নিয়ে মাহফুজ মিয়ার সঙ্গে মারুফ, ইয়াহিয়া ও আরও কয়েকজনের বিরোধ চলছিল।

শনিবার গভীর রাতে ওই বিরোধের জের ধরে বসন্তপুর-পৈলারকান্দি সড়কের ড্রেন কালভার্টের কাছে মাহফুজ মিয়াকে একা পেয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে মাহফুজের হাত-পায়ের রগ কেটে যায়। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রবিবার ভোরে তিনি মারা যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাজ্জাদ হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে আটক করা হয়েছে। ইয়াহিয়াসহ অন্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin