জুলাইযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ পেয়েছি: দুলু

জুলাইযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ পেয়েছি: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘জুলাই আন্দোলনের যোদ্ধা এবং শহীদদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্ররা জীবন না দিলে আজও হয়তো আওয়ামী ফ্যাসিস্টরা জনগণের ওপর নির্যাতন অব্যাহত রাখতো।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, ‘আমরা কেউই স্বাধীনভাবে চলাচল করতে পারতাম না। আজকে জুলাইযোদ্ধাদের কোনো ভুলে যেন ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ না পায়, সেদিকে তাদের নজর রাখার অনুরোধ করেন তিনি। বিষের স্বাদ কেমন তা পরীক্ষা করতে হয় না। পরীক্ষা করতে গেলে মৃত্যু নিশ্চিত। জামায়াতে ইসলামীও তেমন বিষের মতো। তাদের হাতে দেশ পরিচালনার ক্ষমতা গেলে মানুষের জীবন শেষ হয়ে যাবে। দেশ ধ্বংস হয়ে যাবে। ’

তিনি আরও বলেন, ‘বিগত দিনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন তারা তওবা করে আওয়ামী লীগ ত্যাগ করুন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাদের শুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ দেশের হিন্দু ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সব সময় সোচ্চার ছিল। নাটোরে কোনো হিন্দু ধর্মাবলম্বীর ওপর নির্যাতন মেনে নেওয়া হবে না। হিন্দু ভাইদের ওপর কেউ ফুলের আঁচড় দিলেও সেটা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন দুলু। ’

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, অপর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাবসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।  

আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin