জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মী ড্রামার শেখর গ্রেফতার

জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মী ড্রামার শেখর গ্রেফতার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন দলের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ে গিয়ে মারা যান এই গায়ক। এ ঘটনায় একটি বিশেষ তদন্তের নির্দেশ দেওয়া হয়, আর এতে প্রথম গ্রেফতার হলেন তার সহকর্মী।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার শেখরজ্যোতিকে আসামের গরিগাঁওয়ের বাড়ি থেকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, শেখরজ্যোতির আমন্ত্রণেই জুবিন সেদিন ডাইভিংয়ে পানিতে নামেন। পরে আর তীরে ফিরতে পারেননি তিনি। 

এছাড়া গুয়াহাটির দাতলপাড়ায় ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্তের বাড়ি তল্লাশি চালায় কর্মকর্তারা। এ সময় ম্যানেজারের বাড়ির সামনে প্রচুর মানুষ ভিড় করেন। গায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুর জন্য ড্রামার সিদ্ধার্থ শর্মাকে দোষারোপ করছেন। তার বাড়ির বাইরে সবাই বিক্ষোভ করতে থাকেন এবং গ্রেফতারের দাবিও জানান।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জুবিন গার্গ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে তার। পরে এ ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য সরকার। আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আশ্বাস দিয়ে জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ হবে। প্রয়োজনে সিবিআই তদন্তও করা হবে।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin