জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেফতার

জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ভারতীয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। তবে এবার ঘটনায় নতুন মোড় নিয়েছে। গ্রেফতার করা হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে। তিনি হলেন- গায়কের জ্ঞাতিভাই এবং অসম পুলিশ সার্ভিসের (এপিএস) কর্মকর্তা সন্দীপন গার্গ। গায়কের মৃত্যুর সময় তার সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জুবিন গার্গ যখন সিঙ্গাপুরের একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় মারা যান, তখন এই সন্দীপন গার্গও সেই ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতেই ৫২ বছর বয়সী গায়ক সিঙ্গাপুর গিয়েছিলেন। গত ১৯ সেপ্টেম্বর সেখানেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একাধিক জিজ্ঞাসাবাদের পর সন্দীপনকে গ্রেফতার করা হয়। এর আগেও সিআইডি তাকে এবং গায়কের অন্যান্য ঘনিষ্ঠ সহযোগীকে জিজ্ঞাসাবাদ করেছিল। আজ বুধবার (৮ অক্টোবর) তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করার কথা রয়েছে।

উল্লেখ্য, সন্দীপন গার্গের আগে এই ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে রয়েছেন গায়কের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত।

প্রসঙ্গত, ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত ‘আসিয়ান’ পর্যটনের বর্ষপূর্তি উদ্‌যাপনে যোগ দিতে গিয়েছিলেন গায়ক।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin