ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে টানা বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসী জানায়, সম্প্রতি প্রবল টানা বৃষ্টিপাতের কারণে সদর উপজেলার কোদালিয়া গ্রামের শোয়েব নামে এক ব্যক্তির পুকুর ভেসে যায়। বৃষ্টির পানিতে পুকুরের মাছ ভেসে যাওয়ার পর ওই মাছ শিকার করেন স্থানীয় টুকু মুন্সি পক্ষের লোকজন। এ নিয়ে পুকুরের মালিক শোয়েব ও তার লোকজনের সঙ্গে স্থানীয় প্রভাবশালী পক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে ওই ঘটনার জেরে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বিএনপির নেতার জানাজা শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন পুকুরের মালিক শোয়েব।  

ভুক্তভোগীরা জানান, প্রভাবশালী টুকু মুন্সি পক্ষের লোকজন তার ওপরে হামলা করে। পরে ওই ঘটনার জেরে বুধবার সকাল ১১টার দিকে দুই পক্ষের লোকজন দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারী ও পুরুষসহ অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় টুকু মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, দু্ই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া করা হবে। এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin