ঝিনাইদহ পুলিশের ‘পূজা নিরাপত্তা অ্যাপস’ চালু

ঝিনাইদহ পুলিশের ‘পূজা নিরাপত্তা অ্যাপস’ চালু

ঝিনাইদহ: আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে ঝিনাইদহে বিশেষ ‘পূজা নিরাপত্তা অ্যাপস’ চালু করেছে পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে অ্যাপসটি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে পূজা নিরাপত্তা অ্যাপস উদ্বোধন করেন পুলিশ সুপার মনজুর মোরশেদ। এসময় সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেনসহ জেলার সকল পূজা মন্ডপ কমিটির নেতাকর্মীং উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই অ্যাপস চালু করেছে পুলিশ। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এ অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে।

অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেশে এই প্রথম ঝিনাইদহ জেলাতে ব্যতিক্রমী এই অ্যাপ্লিকেশন চালু করল ঝিনাইদহ জেলা পুলিশ।

এই অ্যাপসের মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নাম্বার পাওয়া যাবে খুব সহজেই। পূজা মন্ডপের লোকেশন খুব সহজেই বের করা যাবে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin