জাতীয় সাঁতার: রেকর্ডের জোয়ার অব্যাহত, তৃতীয় দিনে ভাঙল আরও ৩টি

জাতীয় সাঁতার: রেকর্ডের জোয়ার অব্যাহত, তৃতীয় দিনে ভাঙল আরও ৩টি

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলমান ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় রেকর্ডের বন্যা বয়ে চলেছে। টুর্নামেন্টের তৃতীয় দিন আরও তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

আজ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি। তিনি পুরুষদের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এই ইভেন্টে তিনি ২০২৩ সালে গড়া নিজেরই ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন। এই রেকর্ডসহ এবারের আসরে রাফি একাই ছয়টি ব্যক্তিগত ও একটি দলীয় রেকর্ডের মালিক হলেন, যা তাকে টুর্নামেন্টের সেরা তারকায় পরিণত করেছে।

দিনের অন্য রেকর্ড দুটি আসে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক ও নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। অন্যদিকে, নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি, রূপা, যুথী ও টুম্পা জুটিও রেকর্ড টাইমিংয়ে সোনা জেতেন।

এদিকে, প্রতিযোগিতার ওয়াটার পোলো ইভেন্টে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। আগামীকাল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

সাঁতারের পদক তালিকাতেও একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে নৌবাহিনী। তারা ২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী এবং ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি।

আগামীকাল প্রতিযোগিতার পর্দা নামবে। বিকেল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

এআর/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin