জার্মানির বইমেলায় ৭১-২৪ ফুটে উঠেছে বাংলাদেশের স্টল

জার্মানির বইমেলায় ৭১-২৪ ফুটে উঠেছে বাংলাদেশের স্টল

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্বের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র। আর সেই স্টলে বাংলাদেশ ও পূর্ববঙ্গের মুসলমান ও বাঙালি জাতিসত্ত্বার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪ এর গণঅভ্যুত্থানের বই নজর কেড়েছে দেশি ও বিদেশি পাঠকের।

বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এ বইমেলা আজ ১৯ অক্টোবর রোববার (১৯ অক্টোবর) শেষ হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ৭৭তম আন্তর্জাতিক এ বইমেলায় বাংলাদেশসহ বিশ্বের চার হাজারেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। আর দর্শক সংখ্যা ছিল দুই লাখের বেশি।

বইমেলার বাংলাদেশের জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল ঘুরে দেখা গেছে, সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক ও আমার জীবন এবং গরিবের ব্যাংকার বইটি সাজিয়ে রাখা হয়েছে। সাজানো হয়েছে এ কে খন্দকারের  ১৯৭১: ভেতরে বাইরে, ইমরান আকন্দের লেখা একজন আবু সাঈদের গণঅভ্যুত্থান ও প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি আহমেদ ফয়েজের সংবাদপত্রে জুলাই গণঅভ্যুত্থান। আছে সাংবাদিক নুরুল কবিরের ২৪ এর গণঅভ্যুত্থান ও পুর্বাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা, শিবলী আজাদ ও মিনহাজুল ইসলামের লেখা পনেরো সমন্বয়কের সাক্ষাৎকার, সুলিমুল্লাহ খানের স্বাধীনতা ব্যবসায় ও মঈদুল হাসানের মূলধারা ৭১।   এছাড়া আলফাজ আনামের লেখা আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার পতন ও পলায়ন, বাসসের প্রধান ব্যবস্থাপক মাহবুব মোর্শেদের রিটেন ব্লাড লেটার জুলাই রিপোর্ট, লে.কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীকের আয়নাঘরে তুমি ও আমি, ইনকিলাম মঞ্চ সম্মাদিত জুলাই গ্রাফিতি ও গাইলসমগ্র, ক্রীড়া উপদেষ্টার আসিফ মাহমুদ ভূইয়া সজীবের লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু।   স্টলে শোভা পাচ্ছে পল্লীকবি জসীম উদদীন এর নকশী কাথার মাঠ ও জার্মানির শহরে বন্দরে, আন্দালিব রাশদীর একাত্তুরের দলিল, হুমায়ুন আহমেদের জোছনা ও জননীর গল্প, মুঘল যুগে ঢাকা, কর্নেল অলি আহমেদের রাষ্ট্রবিপ্লব ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান প্রমুখ।  

বাংলাদেশের সেমিনার

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশের জাতীয় গ্রন্থকেন্দ্র ফ্রাঙ্কফুর্টে একটি সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ: পুনর্জাগরণের মূহুর্তে শীর্ষক এ সেমিনারে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের লেখক ও গবেষব নওমি হোসেন, অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, আফসানা বেগম ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন।     কল্পনার মোহময় ঘ্রাণে ভরে উঠেছে বাতাস প্রতিবাদ্যে এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলা ছিল অনেক বেশি আকর্ষনীয়। ফ্রাঙ্কফুর্ট বইমেলার সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে। এবারের বইমলোয় গেস্ট অব অনার দেশ হিসেবে অংশ নিয়েছিল এশিয়ার দেশ ফিলিপাইন।

আরআইএস

Comments

0 total

Be the first to comment.

প্যারিসে শুরু হলো আন্তর্জাতিক বস্ত্রমেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং Banglanews24 | প্রবাসে বাংলাদেশ

প্যারিসে শুরু হলো আন্তর্জাতিক বস্ত্রমেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে প্যারিস-লা বোর্জের প্রদর্শনী কেন্দ্রে সোমবার (১৫ সেপ্টেম্বর) শুর...

Sep 16, 2025

More from this User

View all posts by admin