সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় ১৫ দিন বাড়ানো হয়েছে।
গত ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে সময়সীমা শেষ হলেও কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি।
এ অবস্থায় মঙ্গলবার (২ মঙ্গলবার) এক বিবৃতিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১৫ দিন বাড়ানোর কথা জানিয়েছে বিসিবি।
বিবৃতিতে বলা হয়, তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল জাহানারাকে। তবে লিখিত বিবৃতি বা অভিযোগ জমা দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি। তাই আরও ১৫ দিন সময় বাড়িয়েছে বিসিবি।
উল্লেখ্য, তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। অন্য চার সদস্য হলেন - বিসিবির পরিচালক রুবাবা দৌলা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান।
বিসিবির আশা, ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।