ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ ফের হ্যাকারদের কবলে

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ ফের হ্যাকারদের কবলে

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসির ভেরিফায়েড ফেসবুক পেজ আবারও হ্যাকড হয়েছে। ফেসবুক পেজটি নিয়ে প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়েছে হ্যাকার গ্রুপ।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টা ২৮ মিনিটে পেজের প্রোফাইল পরিবর্তন করে দ্বিতীয়বারের মতো পেজ হ্যাকডের বার্তা দেয় তারা।

এরপর হ্যাকার গ্রুপটি একটি পোস্টে লিখেছে, ‘হ্যালো, ডিয়ার ইসলামী ব্যাংক, সো কল্ড এক্সপার্ট।’ সঙ্গে জুড়ে দিয়েছে একটি ইমোজি।

আরেকটি পোস্টে লিখেছে, ‘পেজ হ্যাকড?’ সঙ্গে জুড়ে দিয়েছে চিন্তার একটি ইমোজি।

আরেকটি পোস্টে লিখেছে—

‘হ্যালো, প্রিয় ম্যাংগো পিপল,আমরা আবারও প্রবেশাধিকার পেয়েছি, কারণ অনেক তথাকথিত বিশেষজ্ঞ দাবি করে যে, যদি তারা আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাই করে দেয়, তাহলে আপনার সিস্টেম কখনোই হ্যাক হবে না।তাদের আমরা বলি: যেসব বিজনেস ম্যানেজার আমরা নিয়ন্ত্রণে নিই, সেগুলো আগেই ভেরিফাই করা থাকে। আমরা সিস্টেম ভাঙি না, আমরা সিস্টেম তৈরি করি। আর সবাই এটা মনে রাখবেন।অনলাইনে কেউই আসলে নিরাপদ নয়। যারা সাধারণ ব্যবহারকারীদের বিজনেস ম্যানেজার ভেরিফাই করানোর পরামর্শ দিচ্ছে, তারাই নিজেরা হ্যাকিংয়ের শিকার হয়েছে।তথাকথিত বিশেষজ্ঞদের কাছে আপনার নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেবেন না। নিজের সিস্টেম নিজেরাই সুরক্ষিত করুন।আর আমাদের নাম মনে রাখুন—MS 470X। আমরা কাউকে ক্ষতি করতে আসিনি; আমরা সচেতনতা বৃদ্ধি করতে ও মানুষকে সুরক্ষা দিতে এসেছি।আমরা সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। কখনোই নিজেকে ১০০% নিরাপদ মনে করবেন না। কারণ, সবসময় আপনার চেয়ে বুদ্ধিমান কেউ না কেউ থাকে।যদি কখনও বিশেষ কিছুতে প্রবেশাধিকার পান, সেটির অপব্যবহার করবেন না।লল, মাই ফ্রেন্ড জুকার।’

এর আগে, শুক্রবার ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ প্রথমবার হ্যাকড করে একটি পোস্ট দেয় হ্যাকার গ্রুপ। তবে ১২ ঘণ্টা পর নিজেদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পায় ইসলামী ব্যাংক।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় ব্যাংকটির জনসংযোগ বিভাগ। এর কয়েক ঘণ্টা পার না হতেই আবার হ্যাকারদের কবলে পড়লো ব্যাংকটির ফেসবুক পেজ।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া JamunaTV | অর্থনীতি

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া

পূঁজা উপলক্ষ্যে টানা ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকে। এর সাথে শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি। এই দু...

Oct 03, 2025

More from this User

View all posts by admin