ইরাকের গ্যাসক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

ইরাকের গ্যাসক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

ইরাকের গুরুত্বপূর্ণ একটি গ্যাসক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রের পরিচালক প্রতিষ্ঠান ডানা গ্যাস বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জানায়, ওই হামলার পর একটি স্টোরেজ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন স্থগিত রাখা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার রাতের ওই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ডানা গ্যাস জানায়, কর্মীদের কেউ আহত হয়নি।

জুলাইয়ে ড্রোন হামলার ধারাবাহিকতায় বিভিন্ন তেলক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই আঘাতটিকেই সবচেয়ে গুরুতর বলে বিবেচনা করা হচ্ছে। সে বারের হামলায় ওই মাসে আঞ্চলিক উৎপাদন দৈনিক প্রায় দেড় লাখ ব্যারেল কমে যায়।

ডানা গ্যাস জানায়, হামলায় লিকুইড স্টোরেজ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি শেয়ারবাজারে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়। ট্যাংকটি নতুন স্থাপনার অংশ, যা আংশিকভাবে মার্কিন সরকারের অর্থায়নে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকাদারের মাধ্যমে নির্মিত হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত একটি শিল্পসূত্র জানায়। কেএম২৫০ প্রকল্পের আওতায় স্থাপন করা এই নতুন স্থাপনা খোর মোর ক্ষেত্রের উৎপাদনক্ষমতা ৫০ শতাংশ বৃদ্ধি করেছে বলে ডানা গ্যাস ও ক্রিসেন্ট পেট্রোলিয়াম গত অক্টোবর জানিয়েছিল।

খোর মোরে কর্মরত এক প্রকৌশলী বলেন, দমকলকর্মীরা বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

হামলার পর কুর্দিস্তানে বিদ্যুৎ উৎপাদন তিন হাজার মেগাওয়াট কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে বিবৃতিতে জানান আঞ্চলিক বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমেদ আহমেদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বুধবারের হামলার পেছনে কারা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলায় তেল উৎপাদন বা রফতানি কার্যক্রমে প্রভাব ফেলেনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। খোর মোর গ্যাসক্ষেত্র ইরাকের উত্তরাঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সরবরাহ করে।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের তেলক্ষেত্রে হামলা প্রায়ই ঘটে এবং তা সরবরাহ বন্ধের কারণ হয়। স্থানীয় কর্মকর্তারা প্রায়ই ইরান সমর্থিত মিলিশিয়াদের দিকে অভিযোগের আঙুল তোলেন,যারা মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে এমন পদক্ষেপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের একাধিক কোম্পানি কুর্দিস্তানের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী।

হামলার পর বৃহস্পতিবার ডানা গ্যাসের শেয়ারমূল্য দেড় শতাংশ কমে গেছে।

ইরাকে চলতি সপ্তাহে দ্বিতীয় দফার ড্রোন হামলা। এর আগে রবিবার রাতে ইরাকি কুর্দি নিরাপত্তা বাহিনী একটি ড্রোনকে গ্যাস ক্ষেত্রটিতে পৌঁছানো থেকে বিরত রাখতে গুলি চালিয়েছিল।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin