ইনু-হানিফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন

ইনু-হানিফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হাসানুল হক ইনু এবং মাহবুব উল আলম হানিফসহ ৫ জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরোধের দায়ে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ সহসাই দাখিল করবো।

এ মামলার অভিযোগ সম্পর্কে তাজুল ইসলাম বলেন, কুষ্টিয়াতে সাতজনকে হত্যা করা এবং আন্দোলনকারীদের গুলি বর্ষণ করে আহত করা। তারা নিজেরা হুকুম দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দলের নেতাকর্মীরাসহ পুলিশের সহায়তায় হত্যা করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ এনে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্ট পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর ২৯ তারিখের মধ্যে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবে।

ইএস/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin