চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।

তিনি জানান, চিফ প্রসিকিউটর বনাম এ বি এম ফজলে করিম চৌধুরী ও অন্যান্য মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট এর আদেশ হয়েছে। চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে আগামী ৩০ অক্টোবর  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ হাজির করা হবে। তিনি চান্দগাঁও থানার এক মামলায় ১২ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।  

 এ মামলায় আসামির বিরুদ্ধে  বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় শহীদ মোঃ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মোঃ ফারুক নিহত হওয়ার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা ও জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে ২৫ টির অধিক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে বলে জানান প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান ।

ইএস/আরএ

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির বৈধতা প্রশ্নে রুল, ১৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির বৈধতা প্রশ্নে রুল, ১৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন ট্যারিফ সিডিউলের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গ...

Oct 22, 2025

More from this User

View all posts by admin