হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা

হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা

 আগামী বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে গত ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করেন হাভিয়ের ক্যাবরেরা।

এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন হংকংয়ের (চার পয়েন্ট) বিপক্ষে টানা দুটি ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই। দুটি ম্যাচের একটি ঢাকায় আগামী ৯ অক্টোবর এবং অন্যটি হংকংয়ে অনুষ্ঠিত ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

তবে, ইনজুরিতে ভুগছেন দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা ইতোমধ্যে ইনজুরির কারণে ক্যাম্প ছাড়তে বাধ্য হয়েছেন। আরেক ফরোয়ার্ড মোহাম্মদ আল আমিন, সঙ্গে রক্ষণের দুই স্তম্ভ তপু বর্মন ও তারিক কাজী এখনও অনুশীলনে ফিরতে পারেননি।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে কাবরেরা বলেন,

‘সুমন আর ইব্রা দুজনেই শুরুতে ভালো অবস্থায় ছিল। এমনকি তারিক, তপু আর আল আমিন—এই পাঁচজনই ক্যাম্পে যোগ দিয়েছিল। কিন্তু আমরা তাদের মধ্যে সমস্যা শনাক্ত করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুমন ও ইব্রাকে ম্যাচের জন্য প্রস্তুত করতে, কিন্তু দুঃখজনকভাবে তা সম্ভব হয়নি। তারা চিকিৎসা পরিকল্পনা নিয়ে নিজ নিজ ক্লাবে ফিরে গেছে।’

/এআই

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin