হংকংয়ে আগুনে নিহত বেড়ে ১২৮, উদ্ধার তৎপরতা চলছে

হংকংয়ে আগুনে নিহত বেড়ে ১২৮, উদ্ধার তৎপরতা চলছে

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের তাইপো এলাকার আবাসিক কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে আগুনের ঘটনায় উদ্ধার ও ত্রাণ কাজ অব্যাহত আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুরে লাগা আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার পর্যন্ত আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

নিহতের হালনাগাদ সংখ্যা জানিয়েছে হংকং ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দমকলকর্মীরা ভবন থেকে ৫৫ জনকে জীবিত উদ্ধার করেছে।

ওয়াং ফুক কোর্টে মোট আটটি আবাসিক ভবন রয়েছে। সব ভবনেই সংস্কারকাজ চলছিল। আগুন লাগার সময় ভবনগুলোতে বাঁশের মাচার ও সুরক্ষামূলক জাল লাগানো ছিল। এতে আগুন অনেক দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পরপরই হংকং প্রশাসন ২৬টি অনুসন্ধান ও উদ্ধারদল, তিন শতাধিক ফায়ার ও অ্যাম্বুলেন্স যান এবং সহস্রাধিক দমকলকর্মী ঘটনাস্থলে পাঠায়।

চিকিৎসা কর্তৃপক্ষ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় করেছে, যাতে আহতদের পূর্ণ চিকিৎসাসেবা দেওয়া যায়।

তাইপো এলাকায় ৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আশ্রয়, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

হংকংজুড়ে বিভিন্ন কমিউনিটি ও সংগঠন ত্রাণ সংগ্রহে উদ্যোগী হয়েছে; বহু স্বেচ্ছাসেবক আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের নিবন্ধন ও ত্রাণ বিতরণে সহায়তা করছেন।

বৃহস্পতিবার সকালে সিপিসি কেন্দ্রীয় কমিটির হংকং ও ম্যাকাও বিষয়ক কার্যালয়, স্টেট কাউন্সিলের হংকং-ম্যাকাও বিষয়ক দফতর এবং কেন্দ্রীয় গণপ্রজাতন্ত্রী সরকারের হংকং লিয়াজোঁ অফিসের কর্মকর্তারা তাইপো কমিউনিটি সেন্টার ও প্রিন্স অব ওয়েলস হাসপাতালে গিয়ে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান।

তারা বলেন, কেন্দ্রীয় সরকার উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসনকে পূর্ণ সহায়তা দিয়ে যাবে।

সূত্র: সিসিটিভি

Comments

0 total

Be the first to comment.

অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ভবন: তাঁবুতে চলছে নেপালের সুপ্রিম কোর্টের কার্যক্রম BanglaTribune | এশিয়া

অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ভবন: তাঁবুতে চলছে নেপালের সুপ্রিম কোর্টের কার্যক্রম

কাঠমান্ডুতে অগ্নিসংযোগ ও ভাঙচুরে প্রধান ভবন ধ্বংস হওয়ার পর নেপালের সুপ্রিম কোর্ট রবিবার থেকে নিজেদের...

Sep 14, 2025

More from this User

View all posts by admin