হংকং চায়নার বিপক্ষে কোচ হাভিয়ের ক্যাবরেরার শুরু একাদশে আছেন শমিত সোম ও জায়ান আহমেদ। তবে একাদশে নেই জামাল ভূঁইয়া। ম্যাচে অধিনায়ক হিসেবে ফিরেছেন তপু বর্মণ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় অপরিহার্য লাল-সবুজদের। এই ম্যাচে প্রথম থেকেই শমিত ও জায়ানকে মাঠে রাখতে পারেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। শেষ পাঁচ অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ১টি। আর হংকং কোচ চান ঘরের মাঠে টানা দুই জয় তুলে নিতে। হংকং দলের হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিক করা রাফায়েল মার্কিজ এবারও লাল-সবুজের ত্রাস হয়ে আসতে পারেন। তবে হংকংয়ের শেষ ম্যাচের গোলরক্ষক ইনজুরিতে এই ম্যাচে খেলতে পারছেন না।
বাংলাদেশের একাদশ:মিতুল মারমা (গোলরক্ষক); তপু বর্মণ, শাকিল আহাদ তপু, শেখ মোরছালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, তারিক কাজী, সোহেল রানা, জায়ান আহমেদ, মোহাম্মদ সাদ উদ্দিন ও শমিত সোম।
এর আগে, ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিলো বাংলাদেশ।
/এসআইএন