ফিফা প্রীতি ম্যাচে আজারবাইজানের বিপক্ষে সমতা সূচক গোল করেছেন মারিয়া মান্দা। কিন্তু শেষ দিকে এসে হার এড়ানো যায়নি। আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।
ম্যাচ হারলেও স্বাগতিক দলের পারফরম্যান্স ছিল আশাজাগানিয়া। দলের পেক্ষ একমাত্র গোলটি করেছেন মারিয়া মান্দা। আর ম্যাচশেষে গোলদাতা মারিয়া মনে করালেন হামজা চৌধুরীর কথাও।
মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচশেষে মিডফিল্ডার মারিয়া মান্দা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “ভারতের বিপক্ষে হামজা ভাই যখন গোল দিয়েছিল, খুব ভালো লেগেছিল।”এরপর যোগ করেন এভাবে, “আমাদের সবসময় প্র্যাকটিস থাকে কীভাবে গোল করতে হবে। তো চেষ্টা করেছি এবং হয়ে গেছে।”
আজারবাইজানের কাছে এক গোল খেয়ে হতোদ্যম হয়নি বাংলাদেশ। মারিয়া এর রহস্য জানাতে গিয়ে বলেন, “আসলে অনেক সময় কিন্তু আপনার গোল খাওয়ার পরে কিন্তু টিম একটু ডাউন হয়ে যায়। কিন্তু আমাদের টিম ডাউন হয়নি। আর তাছাড়াও আমাদের বাইরে আমাদের সাপোর্টাররা ছিল। সাপোর্টের জন্য আমরা আবার কামব্যাক করেছি এবং গোল দেওয়ার চেষ্টা করেছি।”
জাতীয় দলে নিজের প্রথম গোল নিয়ে কলসিন্দুরের এই ফুটবলার বলেন, জাতীয় দলের হয়ে এবারই প্রথম গোলের দেখা পেলেন মারিয়া, “হ্যাঁ (ক্যারিয়ারের সেরা গোল)। আমি এই প্রথম আমি সিনিয়রে টিমের হয়ে গোল করেছি। তো ওই হিসেবেই আমার... চেষ্টা করেছি আমাদের সেরাটা দেওয়ার। তো খেলার পরিস্থিতিতে আসলে গোল হয়ে যায়।”