আশা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন: জামায়াত আমির

আশা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন: জামায়াত আমির

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশাপ্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তিনি। হাসপাতাল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, “যেহেতু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনও সার্ভাইভ করছেন, তাই আশা রাখি তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।”

হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন জামায়ত আমির। এই কঠিন পরিস্থিতিতে তার পরিবারের সদস্যদের ধৈর্যধারণের জন্য দোয়া করেন শফিকুর রহমান।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানা গেছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin