গৌরিপুরে মিঠু হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

গৌরিপুরে মিঠু হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ: স্বর্ণের দাম নিয়ে বাগবিতণ্ডা জেরে ময়মনসিংহের গৌরিপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যাকাণ্ডে পলাতক দুই সহোদরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বাড়িওয়ালা পাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)।  

খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিশেষ জজ আদালতের স্টেনোগ্রাফার মো. হাফিজুর রহমান।  

তিনি জানান, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরিপুর পাটবাজারে ‘টিপু সুলতান জুয়েলার্স’-এ স্বর্ণের দাম নিয়ে আসামিদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি সমাধানে এগিয়ে আসেন। একপর্যায়ে আসামি রকি ও সেন্টুর সঙ্গে মিঠুর তর্কাতর্কি হলে সেন্টু ধারালো ছুরি দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় মিঠুকে প্রথমে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহত মিঠুর বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরিপুর থানায় মামলা করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী হাসিব আহমদ ও মাহবুবুল আলম, আর আসামিপক্ষে ছিলেন মো. আকরাম হোসেন।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin