গেস্টরুম-গণরুম কালচার ছাত্রদলে নেই: রাকিব

গেস্টরুম-গণরুম কালচার ছাত্রদলে নেই: রাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ‘গেস্টরুম’ বা ‘গণরুম’ কালচার নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ বলতে পারবে না যে ছাত্রদল গেস্টরুম বা গণরুম দখল করেছে। আমরা এমনভাবে সংগঠন সাজিয়েছি যাতে এসব প্রভাব বিস্তার না হয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে আমাদের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল— আমরা নাকি গেস্টরুম বা গণরুম করব। এটা ছিল নিছক মিথ্যাচার। গত এক বছরে আমাদের নামে আরেকটি সংগঠন এসব মিথ্যাচার করে পার পেয়ে গেছে। তবে আগামী ২০২৬-২৭ সালে আমরা প্রমাণ করব ছাত্রদল নতুন ধারার ছাত্র রাজনীতির পথ তৈরি করেছে।

রাকিব বলেন, ছাত্রদল গেস্টরুম বা গণরুম সংস্কৃতিতে বিশ্বাস করে না। একদিন অবশ্যই ছাত্রসমাজ এই মিথ্যাচারের বিরুদ্ধে অবস্থান নেবে, ইনশাআল্লাহ। অন্য কোনো সংগঠনের বিরুদ্ধেও আমরা মিথ্যাচার চাই না। সবাইকে দখল ও ভয়ভীতি নির্ভর রাজনীতি থেকে সরে আসতে হবে।

ছাত্ররাজনীতির নেতাদের উদ্দেশে তিনি বলেন, যে ছাত্রনেতারা রাজনীতিতে অর্থের পেছনে ছুটবেন, তাদের আদর্শিক বিকাশ সম্ভব নয়। যদি কোনো সংগঠনের শীর্ষ নেতারা অর্থনৈতিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তবে পুরো সংগঠনই সেই কালচারে অভ্যস্ত হয়ে পড়বে। আমরা চাই আদর্শিক রাজনীতি ফিরে আসুক।

সভা শেষে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান।

এমএমআই/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin