দখলদার ইসরায়েলি বাহিনী গাজার অভিমুখে যাত্রা করা বৈশ্বিক মানবিক বহর ‘সুমুদ ফ্লোটিলা’র শেষ নৌযানটিও দখলে নিয়েছে। ফলে একটি নৌযানেরও গাজায় পৌঁছানোর সুযোগ থাকল না।
গাজার কাছাকাছি জলসীমা থেকে পোল্যান্ডের পতাকাবাহী ‘ম্যারিনেত’ নামে জাহাজটি শুক্রবার (৩ অক্টোবর) সকালে আটক করে দখলদার সেনারা। খবর আল জাজিরার।
লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা জোর করে ওই নৌযান ঢুকে পড়েছে। এটিতে ছয়জন যাত্রী ছিলেন। শুক্রবার সকালের আগ পর্যন্ত প্রায় সব নৌযান ইসরায়েলিরা দখল করে অধিকারকর্মীদের বন্দি করলেও ‘ম্যারিনেত’ জাহাজটি ঘিরেই আশা বুনছিলেন সবাই।
কিন্তু গাজার কাছাকাছি জলসীমায় গিয়েও এটি ভিড়তে পারলো না অবরুদ্ধ উপত্যকার মানুষের কাছে।
বিস্তারিত আসছে...