ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বিচারকের একটি বেঞ্চে চারজন তাকে দোষী সাব্যস্ত করেন, একজন খালাসের পক্ষে ভোট দেন। রায়ে বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ডের পাশাপাশি ২০৩৩ সাল পর্যন্ত সব ধরনের সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

৭০ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে গৃহবন্দি। পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় আদালত আগে থেকেই তাকে এভাবে আটক রাখার নির্দেশ দিয়েছিল। তবে রায়ের চূড়ান্ত শুনানিতে তিনি সরাসরি উপস্থিত ছিলেন না।

রায় ঘোষণার পর বলসোনারোর আইনজীবীরা একে ‘অতিরিক্ত কঠোর’ বলে উল্লেখ করে আপিল করার ঘোষণা দিয়েছেন। আইনি বিশেষজ্ঞরা বলছেন, আপিলে সাফল্য পাওয়া কঠিন হবে, কারণ নিয়ম অনুযায়ী অন্তত দুজন বিচারক খালাসের পক্ষে না থাকলে রায় পুনর্বিবেচনা করা যায় না।

বলসোনারো বরাবরই দাবি করে আসছেন, তার বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতেই এ মামলা সাজানো হয়েছে। তিনি এটিকে ‘ডাইনির শিকার’ বলে আখ্যা দিয়েছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতি সংহতি জানিয়ে বলেছেন, আমার সঙ্গেও এমন করার চেষ্টা হয়েছিল, তবে তারা ব্যর্থ হয়েছে। বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বলসোনারোর সাজাকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তবে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, এ ধরনের হুমকি ব্রাজিলের গণতন্ত্রকে ভয় দেখাতে পারবে না। আদালতের রায়ে থাকা প্রমাণ উপেক্ষা করে ব্রাজিলের কর্তৃপক্ষকে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, বলসোনারো অনেক আগে থেকেই অভ্যুত্থানের পরিকল্পনা করছিলেন এবং এ জন্য সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট লুলা দা সিলভা, তার সহপ্রার্থী এবং সুপ্রিম কোর্টের এক বিচারককে হত্যার পরিকল্পনার কথাও জানতেন।

আদালত আরও সাতজনকে দোষী সাব্যস্ত করেছে। তাদের মধ্যে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী, সাবেক গোয়েন্দা প্রধান, নিরাপত্তা মন্ত্রী ও সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন।

যদিও সেনাবাহিনী পর্যাপ্ত সমর্থন না দেওয়ায় অভ্যুত্থান বাস্তবায়ন হয়নি, তবে ২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা সরকারি ভবনে হামলা চালায়। ওই সময় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং দেড় হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।

এমজে

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025

More from this User

View all posts by admin