ফ্রান্স-জার্মানির বড় জয়ের রাতে পয়েন্ট হারাল বেলজিয়াম

ফ্রান্স-জার্মানির বড় জয়ের রাতে পয়েন্ট হারাল বেলজিয়াম

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে দুই ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স ও জার্মানি। তবে বেলজিয়ামকে রুখে দিয়েছে উত্তর মেসিডোনিয়া। কিলিয়ান এমবাপ্পের দারুণ গোল করার ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। লুক্সেমবার্গের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় জার্মানি।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয় ম্যাচগুলো। প্যারিসে আজারবাইজানের মুখোমুখি হয় ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় ফরাসিরা। তবে, গোলের জন্য অপেক্ষা করতে হয় লম্বা সময়।

প্রথমার্ধের ইনজুরি সময়ে ভাঙ্গে ডেডলক। আরবাইজানের ৪ ফুটবলারকে পরাস্ত করে দারুণ এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন এ স্ট্রাইকার। আর মাত্র ৫ গোল পেলেই অভিলিয়ে জিরুকে পেছনে ফেলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা হবার কীর্তি গড়বেন তিনি।

ম্যাচের ৬৯তম মিনিটে দ্বিতীয় গোল পায় ফ্রান্স, স্কোর শিটে নাম তোলের মিডফিল্ডার রেবিও। ৮৩ মিনিটে হালকা চোট নিয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। তার বদলি হিসেবে প্রায় ৫ বছর পর ফ্রান্সের জার্সিতে মাঠে নামের ফরোয়ার্ড ফ্লোরিয়ান তুভা। মাঠে নামার পরের মিনিটেই দারুন ভলি গোলে দেশমসের দলের ৩-০ গোলে জয় নিশ্চিত করেন তুভা। তিন ম্যাচে শতভাগ জয়ে, ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে ফ্রান্স।

অপরদিকে, বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে লুক্সেমবার্গকে আতিথ্য দেয় জার্মানি। ম্যাচের ১২তম মিনিটে দারুণ ফ্রি-কিক গোলে জার্মানদের এগিয়ে দেন ডিফেন্ডার ডেভিড রাউম। যা জাতীয় দলের জার্সিতে রাউমের প্রথম গোল। এরপর ডির্ক কার্লসন ডি বক্সে হ্যান্ড বল করলে তাকে লাল কার্ড দেন রেফারি, দশ জনের দলে পরিণত হয় লুক্সেমবার্গ। স্পট কিক থেকে জার্মানির ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক জশুয়া কিমিখ। ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে তৃতীয় গোল পায় নাগেলসম্যানের দল। এবার সার্জ গ্যানব্রি স্কোর শিটে নাম তোলেন। ম্যাচের ৫০ মিনিটে কিমিখ দ্বিতীয় গোল করলে ব্যবধান হয় ৪-০।

ম্যাচের বাকি সময়ে দৃশ্যমান আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে জার্মানরা।

এদিকে, নিজেদের মাঠে সফরকারী উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে স্কোর করতে ব্যর্থ হয় বেলজিয়াম। একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় স্বাগতিকরা। শেষপর্যন্ত গোলশূন্য ড্র-তে শেষ হয় ম্যাচ।.৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে দ্বিতীয় স্থানে বেলজিয়াম। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে উত্তর মেসিডোনিয়া।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

ফের ইনজুরিতে রুডিগার JamunaTV | ফুটবল

ফের ইনজুরিতে রুডিগার

আবারও ইজনুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin