ফ্রাঙ্কফুর্ট কংগ্রেস সেন্টারে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় বইমেলা

ফ্রাঙ্কফুর্ট কংগ্রেস সেন্টারে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় বইমেলা

জার্মানির ফ্রাঙ্কফুর্ট কংগ্রেস সেন্টারে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা। বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এ বইমেলা চলবে রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত।

 এ বছরের মূল প্রতিপাদ্য ‘কল্পনার মোহময় ঘ্রাণে ভরে উঠেছে বাতাস ’ধারণার মধ্য দিয়ে আয়োজকরা সৃজনশীল সাহিত্য, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন ও তরুণ লেখকদের কল্পনার জগতকে গুরুত্ব দিচ্ছেন।   এ ছাড়া গেস্ট অব অনার দেশ হিসেবে অংশ নিয়েছে এশিয়ার দেশ ফিলিপাইন।   মেলায় দেশটি তার ভাষা, সাহিত্য ও আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরছে নানা কর্মসূচির মাধ্যমে। বইমেলা সূত্র জানা গেছে, এবার ফ্রাঙ্কফুর্ট মেলায় রয়েছে প্রায় চার হাজারটি স্টল, যেখানে প্রকাশক, বই বিক্রেতা, গ্রাফিক নভেল নির্মাতা ও শিশু সাহিত্য প্রকাশকরা তাদের নতুন বই প্রদর্শন করছেন।   মেলা আয়োজকদের হিসেবে পাঁচ দিনের এ উৎসবে দুই লাখের বেশি দর্শক উপস্থিত হবেন।   প্রথম তিন দিন (১৫-১৭ অক্টোবর) শুধুমাত্র প্রকাশনা ও পেশাজীবীদের জন্য উন্মুক্ত থাকলেও শুক্রবার থেকে সাধারণ পাঠকরাও মেলার মূল অংশে প্রবেশাধিকার পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মেলা চলবে। আয়োজকরা জানিয়েছেন বই কেবল কাগজে ছাপা অক্ষর নয়, এটি সংস্কৃতি, কল্পনা ও সংলাপের সেতুবন্ধন। এই দর্শন থেকেই এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলা সাহিত্য ও চিন্তার সীমা অতিক্রম করে মানুষকে কল্পনার ডানায় ভর করে তার মতো উড়তে আহ্বান জানাচ্ছে। এএটি

Comments

0 total

Be the first to comment.

প্যারিসে শুরু হলো আন্তর্জাতিক বস্ত্রমেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং Banglanews24 | প্রবাসে বাংলাদেশ

প্যারিসে শুরু হলো আন্তর্জাতিক বস্ত্রমেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে প্যারিস-লা বোর্জের প্রদর্শনী কেন্দ্রে সোমবার (১৫ সেপ্টেম্বর) শুর...

Sep 16, 2025

More from this User

View all posts by admin