ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ৩

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ৩

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তথ্য বিভাগ (সিআইডি)। তারা হলো, শাহানা শিকদার (৪৫), সামীর (২৩) ও হানিফ বেপারী (৫৮)।

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট।

অভিযুক্তরা রাজধানীর হাজারীবাগ এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করছিল বলে জানিয়েছে সিআইডি।

সংস্থার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে একই ফ্ল্যাট বিক্রির কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তারা প্রথমে ফ্ল্যাট বিক্রির প্রস্তাব দিতো। পরে ফ্ল্যাটটি মর্টগেজ রাখা আছে, মালিকের জরুরি টাকার প্রয়োজন বা দ্রুত টাকা দিলে রেজিস্ট্রি করে দেবে। এভাবে তারা ধাপে ধাপে অগ্রিম টাকা নিতো। আবার সময়ক্ষেপণ করে আরও টাকা দাবি করতো।

তিনি বলেন, চক্রটি বন্ধুত্বপূর্ণ আচরণ ও প্রলোভন দেখিয়ে রূপা (ছদ্মনাম) নামে একজন ভুক্তভোগীকে ফ্ল্যাট কেনার জন্য আকৃষ্ট করে। ফ্যাট কেনার আগ্রহ জানালে কৌশল অবলম্বন করে চক্রিটি গত আগস্ট মাসে কয়েক ধাপে রূপার কাছ থেকে বায়না পত্রের মাধ্যমে ৪১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু নির্ধারিত সময়ে রেজিস্ট্রি না দিয়ে চক্রের সদস্যরা গড়িমসি শুরু করেন। এরপর গত ২৭ আগস্ট ধানমন্ডিতে অবস্থিত একটি ব্যাংকের সামনে চক্রের সদস্যরা রূপা ও তার সহকারীকে মারধর করে মর্টগেজ টোকেন ছিনিয়ে নেন।

এই ঘটনায় ভুক্তভোগী রূপা হাজারীবাগ থানায় গত ৬ অক্টোবর মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডি ব্যাংক লেনদেন যাচাই, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য বিশ্লেষণ এবং ভুক্তভোগীর বর্ণনার ভিত্তিতে প্রতারক চক্রের তিন সদস্যকে শনাক্ত ও গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে সিআইডি কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, চক্রটি একই ফ্ল্যাট দেখিয়ে এর আগেও কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়েছে। এর মধ্যে শাহাদাৎ হোসেন নামে একজনের কাছ থেকে ১২ লাখ, মাহবুবুর রহমানের কাছ থেকে ৯ লাখ ৪০ হাজার এবং নান্নু মিয়া ইমনের কাছ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা নেওয়ার তথ্য পেয়েছে সিআইডি।

শুধু তাই নয়, তদন্তে দেখা গেছে, গত ২৮ আগস্ট চক্রটি একই ফ্ল্যাট ২৬ লাখ ২৫ হাজার টাকায় রওশন আরা নামে একজন মহিলার কাছে রেজিস্ট্রিও করে দিয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণ রহস্য উদঘাটন এবং চক্রের অন্যা সদস্যদের শনাক্তে মামলার তদন্ত চালাচ্ছে সিআইডি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin