ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে এমি অ্যাওয়ার্ডে কেফায়া জড়িয়ে হাজির হলিউড অভিনেতা

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে এমি অ্যাওয়ার্ডে কেফায়া জড়িয়ে হাজির হলিউড অভিনেতা

হাভিয়ের বার্দেম

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে অ্যাওয়ার্ড ফাংশনে কেফায়া জড়িয়ে হাজির হলেন হলিউড অভিনেতা হাভিয়ের বার্দেম।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এমি অ্যাওয়ার্ডের ৭৭ তম আসরে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানাতে এ রূপে উপস্থিত হন তিনি।

একটি সিরিজের সেরা সহকারী অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়ে টাক্সিডো স্যুটের সাথে কেফায়া জড়িয়ে আসেন অনুষ্ঠানে। লাল গালিচায় দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে সাহসী ভাষণ দেন তিনি। এতে গাজায় চলা ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান হাভিয়ের। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোর দাবি জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ শেষ করেন তিনি।

এ সময়, আরও বেশ কয়েকজন শিল্পীও ফিলিস্তিনের প্রতি সংহতি জানান কেফায়া এবং হ্যান্ডব্যাগ পরে। সেইসাথে, তারা ‘আগুন বন্ধ কর’ বলে উচ্চস্বরে চিৎকারও করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

অপরদিকে, ‘হ্যাকস’ তারকা হান্না আইনবাইন্ডার একটি কমেডি সিরিজে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতেন এবং তার বক্তৃতার শেষে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin