ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং তার পরবর্তী সংবিধান সভার নির্বাচন প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। যারা নির্বাচন, সংস্কার, বিচারের পথরেখাকে ভুলুণ্ঠিত করতে চান, নির্বাচন পিছিয়ে দিতে চান, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবেন। জনগণকে ঐক্যবদ্ধ করে সেই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের একটি সমাবেশে জোনায়েদ সাকি এসব কথা বলেন। দলীয় প্রতীক ‘মাথালের’ প্রচারণা ও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ করে গণসংহতি আন্দোলন।
জোনায়েদ সাকি এ সময় জনগণের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি মাথালের জয়ের বিষয়ে সবার কাছে আশাবাদ ব্যক্ত করেন।
সাকি বলেন, এই মাথাল মার্কা নিয়ে গণসংহতি আন্দোলনের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জনগণের সহযোগিতা আশা করেন।