আবারও পাকিস্তানের কাছে ৮ গোলে হার বাংলাদেশের

আবারও পাকিস্তানের কাছে ৮ গোলে হার বাংলাদেশের

তিন ম্যাচের প্লে অফ সিরিজে শুক্রবারও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ৮-২ গোলে হারের পর আজ দ্বিতীয় ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিকরা।  ৮-০ গোলের হার নিয়ে টার্ফ ছেড়েছে সবুজ- রকিবুলরা। টানা দুই জয়ে পাকিস্তান বিশ্বকাপের বাছাই পর্ব নিশ্চিত করেছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৫ নভেম্বর। 

মওলানা ভাসানী স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে এগিয়ে দেন সুফিয়ান খান। প্রথম কোয়ার্টারে এরপর আর কোনও গোল করতে পারেনি সফরকারীরা। তবে দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের ত্রাহি অবস্থা। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটি করেন সুফিয়ান খান। ৩০ মিনিটে রানা ওয়াহিদ আশরাফের স্টিক থেকে আসে তৃতীয় গোল। একই মিনিটে পেনাল্টি কর্নারে পোস্ট কাঁপান রানা ওয়ালিদ।তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে পঞ্চম গোলের দেখা পায় পাকিস্তান। আক্রমণ থেকে গোল আদায় করে নেন হান্নান শহীদ। প্রথম দুই কোয়ার্টারে কয়েকবার আক্রমণের ঝলক দেখালেও পেনাল্টি কর্নার পায়নি বাংলাদেশ। কিন্তু তৃতীয় কোয়ার্টারে সুযোগ পেলেও গোল করতে পারেননি আশরাফুল ইসলাম।

শেষ কোয়ার্টারে বাংলাদেশকে তেমন কোনও সুযোগই দেয়নি পাকিস্তান। ৫৩ মিনিটে আফরাজ ও ৫৭ মিনিট একক নৈপুণ্যে অসাধারণ এক গোল করেন রানা ওয়াহিদ। ৫৯ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পাকিস্তানের অধিনায়ক আম্মাদ শাকিল ভাট।

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin