১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপ হওয়ার পর কেটে গেছে ৪১ বছর। অথচ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কখনও ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি। শেষ পর্যন্ত রবিবার সেই প্রতীক্ষার অবসান হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী নামছে শিরোপা লড়াইয়ে।
কিন্তু চলতি আসরে যে বিতর্ক সঙ্গী হয়ে আসছে। সেটার কোনও ব্যতিক্রম হয়নি। টসের মুহূর্তে তৃতীয়বারের মুখোমুখি লড়াইয়েও করমর্দন হয়নি দুই অধিনায়কের। সেই বিতর্ক সঙ্গী করে টস জিতে দুবাইয়ে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।
jwARI.fetch( $( "#ari-image-jw68d94ae1419ab" ) ); ভারতের একাদশে পরিবর্তন রয়েছে। ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া। নেই হর্ষিত রানা ও আরশদীপ সিং। এসেছেন রিংকু সিং ও শিবম দুবে। পাকিস্তান অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শুবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তান একাদশ: ফখর জামান, শাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদ, হারিস রউফ ও আবরার আহমেদ।