এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ

এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও অপর দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

রেড নোটিশ জারির আদেশ হওয়া অন্য দুজন হলেন- গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।  

এদিন তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক।  

আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ সৃজন করে এ এম ট্রেডিং এর নামে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ ও তা এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। ইতোমধ্যে আসামিরা দেশের বাইরে চলে গেছেন বলে জানা যায়। তাই তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ হওয়া একান্ত আবশ্যক।  

শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।  

কেআই/আরএ

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin