এখনও পুরোপুরি নেভেনি মিরপুরের আগুন, বাতাসে বিষাক্ত কেমিক্যালের গন্ধ

এখনও পুরোপুরি নেভেনি মিরপুরের আগুন, বাতাসে বিষাক্ত কেমিক্যালের গন্ধ

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সম্পূর্ণভাবে নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন কর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, কেমিক্যালের বিষয়টি বিপদজনক; তাই আগুন নেভাতে সময় লাগছে। এখনই কারখানার ভেতরে ঢোকা নিরাপদ নয়। আর কোনো মরদেহ আছে কিনা— তা নিশ্চিত হওয়া যাবে আগুন পুরোপুরি নেভানোর পর।

এসময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরাতে পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেন উপদেষ্টা শারমিন।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin