এক গৃহবধূর কোলজুড়ে ৫ নবজাতক 

এক গৃহবধূর কোলজুড়ে ৫ নবজাতক 

বরিশাল: বরিশালে এক গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (০৬ অক্টোবর) দুপুরে বরিশাল হেমায়েতউদ্দিন ডায়াবেটিক হাসপাতালে সন্তান প্রসব করেন তিনি।

সোমবার দুপুর ১টার দিকে লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে এ পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন।

নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, একসঙ্গে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।

নবজাতকদের মা লামিয়া আক্তার বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা। একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেওয়ার ঘটনায় লামিয়ার এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাঁচ সন্তানের বাবা সোহেল হাওলাদার জানান, আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তার জানিয়েছিলেন তিন সন্তানের কথা। আজকে পাঁচজন সন্তান প্রসব করেছে। আমি খুব খুশি হয়েছি। দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমার সন্তানেরা সুস্থ থাকেন।  

নবজাতকদের নানী জানান, আমার বড় মেয়ের একসঙ্গে পাঁচ সন্তান হয়েছে। এখন পর্যন্ত সবাই সুস্থ আছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু জাফর জানান, পাঁচ নবজাতক ও প্রসূতি সুস্থ আছেন। তারপরও পাঁচ নবজাতককে আমরা শেবাচিম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করেছি।  

এমএস/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin