এবার বক্স অফিস মাতাচ্ছে ‘জলি এলএলবি ৩’

এবার বক্স অফিস মাতাচ্ছে ‘জলি এলএলবি ৩’

অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির বহুল আলোচিত ছবি ‘জলি এলএলবি ৩’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ছয় দিনে ছবিটি মোট ৭০ কোটি রুপি আয় করেছে।

সুবাস কাপুর পরিচালিত এই কোর্টরুম ড্রামা প্রথম দিন অর্থাৎ শুক্রবারে ১২.৫ কোটি রুপি আয় করে। এরপর শনি ও রোববারে যথাক্রমে ২০ কোটি ও ২১ কোটি রুপি সংগ্রহ করে ছবিটি। যদিও বুধবারে আয় কিছুটা কমে দাঁড়িয়েছে ৪.৫ কোটিতে, তবে তা সপ্তাহের মাঝের দিনে স্বাভাবিক বলেই মনে করছেন বিশ্লেষকরা।

জলি এলএলবি ৩-এর গল্প ঘুরছে কৃষকদের জমি অধিগ্রহণ নিয়ে এক গুরুত্বপূর্ণ মামলাকে ঘিরে। ছবিতে অক্ষয় ও আরশাদের পাশাপাশি অভিনয় করেছেন হুমা কুরেশি, অমৃতা রাও, সওরভ শুক্লা ও গজরাজ রাও।

ছবিটি নিয়ে ইতিমধ্যে প্রশংসা করেছেন চলচ্চিত্র নির্মাতা সুধীর মিশ্র। তাঁর মতে, “জলি এলএলবি ৩ আমাদের সময়ের সাহসী ছবি, যা সামাজিক বাস্তবতাকে জনপ্রিয় কাহিনিতে রূপ দিয়েছে।”

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছবির দুই নায়কও। আরশাদ ওয়ারসি এক্স-এ লিখেছেন, ‘আমাদের ছবিকে ভালোবাসার জন্য সবাইকে অন্তরের ধন্যবাদ।’ অন্যদিকে অক্ষয় কুমার বলেছেন, ‘দর্শকের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।’

/এমএমএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin