দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর হাতের কব্জি কেটে দিয়েছেন স্বামী

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর হাতের কব্জি কেটে দিয়েছেন স্বামী

মাগুরা: দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্বামী বটি দিয়ে কুপিয়ে হাতের কব্জি কেটে দিয়েছেন প্রথম স্ত্রী জাহানারা বেগমের (৪৩)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মাগুরার মোহাম্মদপুর উপজেলার দীঘা গ্রামে এই ঘটনা ঘটান মান্নান শিকদার।

আহতের মেয়ে মনিরা খাতুন বলেন, ‘আব্বা দ্বিতীয় বিয়ে করেছেন এক বছর আগে। আমরা পারিবারিকভাবে জানতে পেরেছি চার মাস হলো। তারপর থেকেই আমার মায়ের ওপর আব্বা বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলেন’।  

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুরে আব্বা বাড়িতে আসলে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো বটি দিয়ে মার হাতের কব্জি কেটে দেন। ’

গুরুতর আহত অবস্থায় জাহানারা বেগমকে প্রথমে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মাগুরা ২৫০ সদর হাসপাতালে রেফার করেন।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin