দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টায় রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মুদি মালামালের ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল। তখন আড়িয়াল খাঁ নদের পাড়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।  পরে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে কেউ জানাতে পারেনি।

নিহতের ভাই আরিফ মিয়া বলেন, মানিক মিয়া প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি চলে আসতো৷ গতরাত ১০টা পেরিয়ে গেলেও বাড়ি আসেনি। তার নাম্বারে অনেকবার ফোন করা হয়েছে কিন্তু রিসিভ করেনি৷ পরে রাত দেড়টার সময় রাস্তায় গিয়ে দেখি গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তার গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার কারণ সম্পর্কে এখনও কোনোকিছু জানা যায়নি।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin