দিনাজপুর আগুনে পুড়লো ১১ বাড়ি, একজনের মৃত্যু

দিনাজপুর আগুনে পুড়লো ১১ বাড়ি, একজনের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে আগুনে ১১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এ সময় ঘর থেকে বের হতে না পেরে অসুস্থ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে ভয়াবহ এই আগুনের ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় গুচ্ছগ্রামের রইচ উদ্দিন (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়াও সাতটি গরুও পুড়ে মারা গেছে। পুড়ে গেছে ১১টি বাড়ির কাপড়-চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, গুচ্ছগ্রামের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ১১টি বাড়ি, ৭টি গরু পুড়ে গেছে এবং একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি হচ্ছে। খুব দ্রুত তাদের সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, ‘সত্তরোর্ধ্ব এক ব্যক্তি প্যারালাইজড হয়ে অসুস্থ ছিলেন। তিনি ঘর থেকে বের হতে না পেরে ভেতরে পুড়ে মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি শর্ট সার্কিটের কারণে হয়েছে। তারপরেও অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin