আজারবাইজানের কাছে হারের পর মেয়েদের কত নম্বর দিলেন বাটলার

আজারবাইজানের কাছে হারের পর মেয়েদের কত নম্বর দিলেন বাটলার

আজারবাইজানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে পিটার বাটলারকে শান্ত দেখা গেলো। হারের হতাশা থাকলেও ঋতুপর্ণা-মনিকাদের পারফরম্যান্সের প্রশংসা করে তাদের প্রচেষ্টার কারণে  দশে দশ-ই দিলেন বাটলার।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ফ্লাডলাইটের নিচে আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। আজারবাইজানের বিপক্ষে পিছিয়ে পড়ে মারিয়া মান্দার   দৃষ্টিনন্দন গোলে সমতায় ফিরলেও  শেষ দিকে এসে  আরেক গোল হেরে যায় বাটলারের দল।

মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচের তুলনায় আজ অনেকটাই গোছালো ছিল আফঈদা-মনিকাদের খেলা। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজানের বিপক্ষে মেয়েদের প্রশংসা করে বাটলার সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কস দেওয়ার ক্ষেত্রে আমি আসলেই খুব খারাপ। এক্ষেত্রে আমি কখনই উদার নই। কেননা, আমি সবসময় আরও বেশি চাই। তবে, আমি মনে করি, পরিকল্পনা বাস্তবায়নে মেয়েদের যে প্রচেষ্টা ছিল, তা দশে দশ।

এই ম্যাচ থেকে ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন বাংলাদেশ কোচ, ‘আমরা যে দলটার বিপক্ষে খেললাম, পেশাদার পর্যায়ে তারা প্রতি দিন, প্রতি সপ্তাহে খেলে। তাদের বিপক্ষে ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার আছে আমাদের। যদি আপনারা প্রচেষ্টার কথা বলেন, আমি মেয়েদের দশে দশ দেবো। যদি আপনারা মানের কথা বলেন, তাহলে সম্ভবত পাঁচ, ছয় দিব, খুব উদার হলে সাত দেবো।’

এ নিয়ে ফিফা প্রীতি ম্যাচে টানা চারটিতে হারলো বাংলাদেশ। তবে ম্যাচের ফলের চেয়ে আগামী মার্চে নারী এশিয়ান কাপ সামনে রেখে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের আরও ঝালিয়ে নিতে চান বাটলার,‘যদি সম্ভব হয় নারী এশিয়ান কাপ শুরুর আগ পর্যন্ত আমি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাইবো। যদি আমরা হারিও, তবু সেখান থেকে আমরা কিছু শিখবো। এই মেয়েরা সাফের টুর্নামেন্ট খেলতে অভ্যস্ত, সাফের মান ভয়ানক বাজে। এটি শক্তিশালী মানের নয়। আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এএফসি পর্যায়ে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin