ধর্ষণ মামলার আসামিসহ মেহেরপুরে নয়জন গ্রেপ্তার

ধর্ষণ মামলার আসামিসহ মেহেরপুরে নয়জন গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় একজনসহ নয় আসামিকে গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে জুয়া আইনে ছয়জন ও মাদক আইনে দুইজন আসামি রয়েছেন।

শনিবার (০৪ অক্টোবর) দিবাগত রাত থেকে রোববার (০৫ অক্টোবর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি হলেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের ওহাব শাহের ছেলে জামাল উদ্দীন।

জুয়া আইনের মামলার আসামিরা হলেন সাহারবাটি গ্রামের আইনাল মালিথার ছেলে জিহান (৩০), আব্দুল হালিমের ছেলে মাসুদুর রহমান (৩৫), মৃত উসমান কারিগরের ছেলে ইমাদুল ইসলাম (৪৫), মৃত নুরুল ইসলামের ছেলে মফিজুর রহমান (৪৫), মৃত জালাল উদ্দীনের ছেলে আসাদুল হক (৩৬) এবং সদর উপজেলার কালিগাংনী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বাবুল হোসেন।  

এছাড়া, মাদক মামলার আসামি কাজিপুর গ্রামের মঙ্গল আলীর ছেলে জুনায়েদ হোসেন (২৩) ও নিশিপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ রানা।  

মাদক কারবারি মাসুদের কাছ থেকে একশ’ গ্রাম হেরোইন ও জুনায়েদের কাছ থেকে ১০টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এসএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin