ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: তারেক রহমান

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।  

রোববার (২৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি নিজের ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু হচ্ছে। এই বিশেষ উপলক্ষে আমি দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। ”

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায় তাদের ধর্ম পালন করবেন আনন্দ ও উৎসাহের সঙ্গে। এটি আমাদের দেশের দীর্ঘকালীন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির এক অনন্য প্রকাশ। একজন বাংলাদেশি হিসেবে আমরা দেখতে পাই, এর মধ্যে আমাদের ভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভাতৃত্ব ফুটে ওঠে। ”

তারেক রহমান বলেন, “রাষ্ট্র ও সংবিধান অনুযায়ী, দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পবিত্র হাদিসেও নির্দেশনা রয়েছে, যে ব্যক্তি রাষ্ট্রের সুরক্ষাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তাদের অধিকার হরণ করে বা অনিচ্ছায় অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়, এমন জুলুমের বিরুদ্ধে প্রিয় নবী সতর্ক করেছেন—কেয়ামতের দিনে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব। ”

তিনি আরও যোগ করেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, অপর নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করা স্বাভাবিক এবং নৈতিক কর্তব্য। তবে শারদীয় উৎসবকে ঘিরে কেউ যেন সাম্প্রদায়িক অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানাই। ”

হিন্দু সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান, “আপনারা আনন্দের সঙ্গে, নিরাপদ ও নিশ্চিন্তভাবে সারাদেশে উৎসব উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ”

সবশেষে তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপির পক্ষ থেকে আবারও দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই। ”

এসবিডব্লিউ/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin