রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে এক্সকাভেটর নিয়ে মিরপুর সড়কে হাজির হয়েছেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। ঘটনাস্থলে সেনাসদস্যরা এসেছেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল সহকারে রওনা হয়ে দুপুর ১২টার দিকে দুটি এক্সকাভেটর নিয়ে সেখানে পৌঁছান তারা। পরে বেলা ১টার দিকে ৩২ নম্বরের প্রবেশমুখে আগুন দেন বিক্ষোভকারীরা।
এ বিষয়ে ধানমন্ডি থানার অপারেশন অফিসার আব্দুল আলিম ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা কলেজ শিক্ষার্থীরা ধানমন্ডির ৩২ নম্বরে দুইটি বুলডোজার নিয়ে এসেছে। রায় হওয়ার পর তারা বাড়ি ভেঙে ফেলবে মাইকে ঘোষণা দিচ্ছে।’
তিনি বলেন, ‘তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মূল সড়কে তাদেরআটকে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করার চেষ্ঠা করছে।’