ধানের শীষই পরিবর্তন ও মুক্তির প্রতীক: সুফিয়ান

ধানের শীষই পরিবর্তন ও মুক্তির প্রতীক: সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে প্রবাসীদের ভূমিকা বিএনপি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখবে এবং প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে সর্বাধিক গুরুত্ব দেবে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সৌদি আরবস্থ জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসীরা আওয়ামী ফ্যাসিবাদবিরোধী লড়াই-সংগ্রামের অপরিহার্য অংশ জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, বিএনপি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তার পেছনে আমাদের প্রবাসী নেতাকর্মীদের অসামান্য অবদান রয়েছে। কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের সব অন্যায়-অবিচার ও অপশাসনের বিরুদ্ধে আপনারা বিদেশের মাটিতে সোচ্চার ছিলেন। প্রতিবাদ করতে গিয়ে অনেকেই নির্যাতিত হয়েছেন, অনেকে দেশে যেতে পারেননি, কারও বাড়িঘরে হামলা হয়েছে, আবার অনেকের পরিবার-পরিজন ভোগ করেছে নির্যাতন। ধানের শীষ হলো গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে হলে দেশের ভেতরে-বাইরে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

সৌদি আরবের জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের সভাপতি মফিজুল আলম মফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা মঈন চৌধুরী, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, জাতীয়তাবাদী ওলামাদল সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আছাব উদ্দিন এবং জাসাস সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিক চৌধুরী প্রমুখ।  

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin