ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আব্দুল মতিন (৭৫) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তীপক্ষের নির্দেশে কারারক্ষী মির্জা হারুনসহ কয়েকজন মঙ্গলবার রাতে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নীরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’
নিহত আব্দুল মতিন কোন মামলায় বন্দি ছিলেন, তাৎক্ষণিক জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা।
তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন বলে তারা জানান।