শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. এরশাদ হালিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে শেওড়াপাড়ায় ড. এরশাদ হালিমের বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান মিলন তাকে আদালতে হাজির করেন।
ঢাবি রসায়ন বিভাগের ৮ শিক্ষার্থী মিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন।
আসামিপক্ষের আইনজীবী শুনানিতে আদালতে বলেন, এ মামলার বাদি ঘটনার একমাস পরে মামলা করেছেন। এর মধ্যে তিনি কাউকে জানিয়েছেন এমন কিছু এজাহারে বলা নেই। এজাহারে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলা হয়েছে কিন্তু কী অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদি পরিষ্কার করেনি।
এছাড়াও আসামি পক্ষের আইনজীবী অভিযুক্ত ঢাবি অধ্যাপক ভালো জার্নাল প্রকাশ, লেখালেখির কারণে অভ্যন্তরীণ বিভাগীয় রাজনীতির স্বীকার বলে আদালতে উল্লেখ করেন। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।