দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: ওয়াহাব আকন্দ 

দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: ওয়াহাব আকন্দ 

ময়মনসিংহ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিগত ১৭ বছর ভোট দিতে না পেরে দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। কিন্তু গুটিকয়েক দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজার ও জিলা স্কুল মোড় এলাকার ৩১ দফার লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার প্রচারণায় মহানগর মহিলা দল এই লিফলেট বিতরণের আয়োজন করে। এসময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন সংগঠনের নেতাকর্মীরা।  

এতে আরও অংশগ্রহণ করেন- মহানগর মহিলা দলের সহসভাপতি অ্যাডভোকেট শামছুন নাহার শিলা, বিলকিস আরা, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহাবুবা, মহিলা দল নেত্রী আঁখি, শিউলী আক্তার, পারভীন, আনিছা আকতার, আকলিমা খন্দকার, ডানা প্রমুখ।   

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin