ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে গাজীপুরে বসুন্ধরা শুভসংঘের সভা

ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে গাজীপুরে বসুন্ধরা শুভসংঘের সভা

গাজীপুর: ডেঙ্গু প্রতিরোধ ও সমাজে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গাজীপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।   রোববার (১৯ অক্টোবর) বিকেলে ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুসাফির ইমরান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।

সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় একটি মাদকবিরোধী বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় সভাপতির বক্তব্যে মুসাফির ইমরান বলেন, ‘ডেঙ্গু এখন শুধু একটি মৌসুমি রোগ নয়, এটি একটি জনস্বাস্থ্য সমস্যা। এ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে এবং নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। বসুন্ধরা শুভসংঘ সমাজের প্রতি দায়বদ্ধ একটি সংগঠন হিসেবে সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

আজকের সভার মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। সদস্যদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য দৃঢ় করতে সংগঠনের পক্ষ থেকে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন করা হবে। ’

সভায় উপস্থিত কার্যকরী সদস্য ইভা খন্দকার বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের নয়, আমাদের প্রত্যেকের সচেতনতা জরুরি। নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার রাখলেই অনেকাংশে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনগুলো সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা সত্যিই প্রশংসনীয়। ’

সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. ইমদাদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল বিপ্লব, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জয়, সদস্য আরিফুল ইসলাম রাকিব, কার্যকরী সদস্য ইভা খন্দকার ও জহিরুল ইসলাম প্রমুখ।

সভা শেষে সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম আরো সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin