দাবাড়ু মনন রেজাকে তারেক রহমানের আর্থিক সহায়তা পৌঁছে দিলেন আমিনুল

দাবাড়ু মনন রেজাকে তারেক রহমানের আর্থিক সহায়তা পৌঁছে দিলেন আমিনুল

দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা নীরের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে মনন রেজার বাসায় গিয়ে এই সহায়তা প্রদান করেন আমিনুল হক। তরুণ এই দাবাড়ুর হাতে তিনি দেড় লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন।

মনন রেজা চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তার বিশ্বমঞ্চের প্রস্তুতির অংশ হিসেবেই এই সহায়তা দেওয়া হয়েছে।

সহায়তা প্রদানের সময় আমিনুল হক বলেন, “মনন রেজার মতো প্রতিভাবান তরুণদের পাশে সবসময় বিএনপি থাকবে, কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই, সে যেন আরও বড় মঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে পারে। ”

এ সময় তিনি মননের অনুশীলন, প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এআর/আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin